চলমান রাজনৈতিক অচলাবস্থায় ব্যবসায়ের ক্ষতির প্রতিবাদে আগামীকাল রবিবার দেশব্যাপী সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হবে। রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন। এর মাধ্যমে তারা সহিংসতা বন্ধ ও চলমান অচলাবস্থা নিরসনের আহ্বান জানাবেন। বর্তমান পরিস্থিতিতে কিছুটা ভয় থাকলেও ব্যবসায়ীদের মধ্যে এ কর্মসূচিতে সাড়া পড়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা কেবল শান্তির জন্য এই উদ্যোগ নিয়েছি।