Home / অর্থনীতি ও বানিজ্য / মাইক্রোসফট অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম বাজারে

মাইক্রোসফট অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম বাজারে

মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে মাইক্রোসফটের সবচেয়ে শক্তিশালি অফিস প্যাকেজ ’মাইক্রোসফট অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম’। এই অফিস প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, ওয়াননোট, পাবলিশার এবং এক্সেস ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই প্যাকেজে রয়েছে ২৭ জিবি অনলাইন স্টোরেজ যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় ফাইল ওয়েবে আপলোড করে রাখতে পারবেন। এই অফিস প্যাকেজের অন্যতম আকর্ষণীয় ফিচার হচ্ছে প্রতি মাসে ৬০ মিনিট টেলিফোন টকটাইম। অর্থাৎ, এই প্যাকেজের ব্যবহারকারীরা স্কাইপের মাধ্যমে প্রতিমাসে বিশ্বের ৪০টি দেশের টেলিফোনে ৬০ মিনিট ফ্রি কথা বলতে পারবেন। ৯ হাজার টাকা মূল্যের এই প্যাকেজটি ৫ জন ইউজার ১ বছর ব্যবহার করতে পারবেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ