Home / অর্থনীতি ও বানিজ্য / রেমিটেন্সে রাজনৈতিক অস্থিরতার ছোয়া

রেমিটেন্সে রাজনৈতিক অস্থিরতার ছোয়া

অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে দু:সময় চলছে। নভেম্বর মাসে কমে গেছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে রেমিটেন্স এসেছে ১০৫ কোটি ১১ লাখ মার্কিন ডলার। অক্টোবরে এর পরিমাণ ছিল ১২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এক মাসের ব্যবধানে কমেছে ১৭ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন,”আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হলো রেমিটেন্স। রেমিটেন্স কম আসা অর্থনীতিতে খারাপ ইঙ্গিত দেয়। কারণ, অর্থনীতির সূচকগুলোর মধ্যে একমাত্র রেমিটেন্সই শক্তিশালী অবস্থানে রয়েছে।” দেশের রাজনৈতিক অস্থির পরিবেশ রেমিটেন্স কমে যাওয়ার অন্যতম কারন বলে মনে করছেন এই অর্থনীতিবীদ।

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে প্রবাসীদের কাছ থেকে আসা মোট রেমিটেন্সের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৮ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৩ কোটি ৯৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের (কৃষি ও বেসিক ব্যাংক) মাধ্যমে এক কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ২৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে রেমিটেন্স এসেছে ১২৩ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। আগস্টে ১০০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে ১০২ কোটি ৫৬ লাখ ডলার এবং অক্টোবরে রেমিটেন্স পাঠিয়েছেন ১২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ