Home / অর্থনীতি ও বানিজ্য / ‘গণজাগরণ মঞ্চ’ কে পাত্তাই দিলো না ইপিবি

‘গণজাগরণ মঞ্চ’ কে পাত্তাই দিলো না ইপিবি

International-Trade-Fair-Dhk
‘গণজাগরণ মঞ্চ’ মঞ্চের দাবি হালেই পানি পেলো না। তাদের দাবি উপেক্ষিত হয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)তে। দেশের মধ্যে দাবি জোরালো হলেও বাণিজ্যমেলায় পাকিস্তানকে প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল হচ্ছে না। মূলত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন হচ্ছে না।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাতিল হচ্ছে না পাকিস্তানের জন্য স্টল-প্যাভিলিয়ন বরাদ্দও। পাকিস্তানসহ মোট ১২টি দেশ মেলায় অংশ নিচ্ছে।

যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানের জন্য স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ না দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে গত ২৬ ডিসেম্বর স্মারকলিপি দেয় ‘গণজাগরণ মঞ্চ’। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক স্থগিত রাখারও দাবি জানানো হয়।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু বলেন, পাকিস্তানকে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করা হয়নি। এবার তারা (পাকিস্তান) ৭টি স্টল ও প্যাভিলিয়নে বিভিন্ন পণ্যের প্রদর্শনী করবে। এছাড়া ১১টি দেশকে মোট ২৩টি স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। পাকিস্তানের জন্য স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশ পায়নি ইপিবি।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেন, বিশ্বায়নের এই যুগে কোনো দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সুযোগ আক্ষরিক অর্থেই নেই। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থাও চাপ দিতে পারে। এছাড়া পাকিস্তানে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা হতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশের মোট আমদানির ১ দশমিক ৭ শতাংশ আসে পাকিস্তান থেকে।

নিয়ম অনুযায়ী, পহেলা জানুয়ারি বাণিজ্য মেলা শুরুর কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে। এখন মেলা শুরু হবে ১১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ