কুড়িগ্রামে টানা পাঁচ দিনের শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করে সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশা, কনকনে হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে সীমান্ত ঘেষা কুড়িগ্রাম জেলার হতদরিদ্র আট লাখ মানুষ।
প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর সেক্টরের ১৮ ব্যাটালিয়ন। সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সেনা সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন- মেজর মোতাহার, জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।