Home / জেলার খবর / ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ২

তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

রবিবার সকালে ও দুপুরে উপজেলার সোহাগপুর গ্রামে দুই দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় অন্যান্য আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ফারুক জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে পরবর্তীতে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা বিবেচনায় নিয়ে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুকুরে গোসল করা নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরেই এ সংঘর্ষ হয়। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন, সোহাগপুরের বলা মিয়ার ছেলে হিরা মিয়া (৫৫) ও শাহজাহান মিয়ার ছেলে শরীফ মিয়া (২৫)।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ