খুলনার ফুলতলা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আয়েশা কটন নামের একটি তুলার মিলে আগুন লেগেছে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি রবিউল ইসলাম মন্টু মার্কেটের প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার বেজেরডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে তুলার মিলের মেশিন রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে আগুণ নিয়ন্ত্রণে রয়েছে। তৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলে জানান তিনি।