Home / জেলার খবর / নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের করিমপুর-শ্রীপুর সীমান্তবর্তী এলাকার একটি পুকুর থেকে মো. সুজন (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সুজন সদর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ