গাজীপুরে পিতৃহীন তিন বোনকে অপহরণের হুমকি দিয়ে বাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় জিডি করেছেন ভুক্তভোগীরা।
শনিবার জয়দেবপুর থানার একটি জিডি থেকে এ তথ্য জানা যায়।
জিডি ও এলাবাসীর সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার ভবানীপুর গ্রামের জনৈক কাইয়ুম মেম্বার তিন বছর আগে মারা যান। কাইয়ুম মেম্বারের তিন কন্যার মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। বাকি দুই মেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করেন। বর্তমানে তিন মেয়ে বাবার বাড়িতেই বসবাস করছেন।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত বংশীয় লোকদের সঙ্গে জমি নিয়ে কাইয়ুম মেম্বারের মামলা চলে আসছে। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তিন মেয়েকে দিনরাত উত্ত্যক্ত করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমিক দেয়। অন্যথায় তাদের অপহরণ করার হুমকি দেয়।
শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন বাড়িতে গিয়ে বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করলে তিন বোন ও মায়ের আর্তচিৎকারে সন্ত্রসীরা পালিয়ে যায়। এই অবস্থায় ভিকটিমের পক্ষে বড় মেয়ের স্বামী একরামুজ্জামান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।