Home / জেলার খবর / লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জামায়াত-শিবিরকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন।

মঙ্গলবার রাতে উপজেলার উত্তর রায়পুর গ্রাম থেকে নিহত কিরণ পাঠানের রক্তাক্ত লাশ উদ্ধার পুলিশ।

রায়পুর গ্রামের মুনসুর পাঠানের ছেলে কিরণ উপজেলা যুবলীগের সদস্য ও চরমোহনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

ওসি রূপক বলেন, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উত্তর রায়পুর গ্রামে বাড়ির কাছে কিরণকে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জেলা যুবলীগ আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও যুগ্ম আহবায়ক এ কে এম সালাউদ্দিন টিপু এ হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ