পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল।
নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে এ আধাবেলার হরতাল ডাকা হয়েছে।
নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর বিকেলে নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল করিম শিপনকে গ্রেফতার করে পুলিশ।