লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের সদস্য মো. সালেহ আহমেদ লিটনের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ কাজ জামায়াত-শিবির করেছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে রায়পুর উপজেলার চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীররাতে যুবলীগ নেতা লিটনের বাড়িতে গিয়ে টিনের ঘর ভাঙচুর করা হয়। এসময় হামলাকারীরা লিটনের বসত ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। কিন্তু আগুন নেভানোর আগেই বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।