Home / জেলার খবর / মেহেরপুরে ট্রাক ভাঙচুর, বিজিবি টহল জোরদার

মেহেরপুরে ট্রাক ভাঙচুর, বিজিবি টহল জোরদার

মেহেরপুরে ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে অবরোধকারীরা একটি ট্রাক ভাঙচুর করেছে। মেহেরপুর শহরের চারটি প্রবেশপথে সড়কে গাছ ফেলে অবরোধকালে ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে ১৮ দলের অবরোধ কর্মসূচি চলছে।

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগর মোড়ে একটি মালবাহী ট্রাক ভাঙচুর করা হয়। কাথুলী সড়কে কুঠিপাড়া মোড়, কুষ্টিয়া সড়কে গাড়াডোব মোড় ও মুজিবনগর সড়কে বন্দর মোড়ে অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। ভোর থেকেই এসব অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পুলিশ নিরাপদ দুরত্বে অবস্থান করছে। শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ