রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মিস্ত্রী আব্দুর রহমানের বাড়ির বাথরুম থেকে এক সপ্তাহ পূর্বে নিখোঁজ হওয়া শিশু নবু সেখের (১২) অর্ধগলিত লাশ আজ শনিবার বিকালে থেকে পুলিশ সদস্যরা উদ্ধার করেছে। তার পিতার নাম কাশেম সেখ।
জানা গেছে, নবু সেখ গত এক সপ্তাহ পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। বিকালে নবুর বাড়ি থেকে কয়েক শ’ গজ দুরে থাকা টিউবওয়েল মিস্ত্রী আব্দুর রহমানের বাড়ির বাথরুম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে কেন কি কারণে তাকে হত্যা করে নবুর লাশ ওই বাথরুমে ফেলে রাখা হয়েছে তা জানা যায়নি।