রাজশাহী নগরীর আলিগঞ্জ এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় অটোরিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় রাজপাড়া থানা পুলিশ ওই অটোরিক্সাচালকের লাশ উদ্ধার করে। নিহত ওই অটোরিক্সাচালকের নাম বুলবুল হোসেন (২৮)।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় অটোরিক্সাচালক বুলবুলের লাশ আলীগঞ্জ এলাকার একটি পুকুরে ভাসতে দেখা যায়। এরপরে খোঁজ পেয়ে তার বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে বুলবুলের লাশ সনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অটোরিক্সা নিয়ে বুলবুল বাড়ি থেকে বর হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় পরিবারের লোকজন বুলবুলের লাশের খবর পান।
রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মাথায়ও গুরুতর জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা বুলবুলকে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালিয়ে গেছে। লাশটি উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।