Home / জেলার খবর / বগুড়ায় সওজ ও আকিজ গ্রুপে আগুন, অর্ধশত গাড়ি ভস্মীভূত

বগুড়ায় সওজ ও আকিজ গ্রুপে আগুন, অর্ধশত গাড়ি ভস্মীভূত

বগুড়া শহরের তেলিপুকুর এলাকায় আকিজ গ্রুপের গুদাম ও শহরের চারমাথা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে অর্ধশত গাড়ি।

শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে এই দুই স্থানে অগ্নিকাণ্ডের খবরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আকিজ গ্রুপের ম্যানেজার মোহাম্মদ রফিক জানান, আগুনে তাদের নয়টি বড় পিকআপ, চারটি প্রাইভেট কার, নয়টি মোটরসাইকেল, ১৭টি বেবিট্যাক্সি, ৩২ রিকশাসহ পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চারমাথা এলাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানে একটি জিপ পুড়ে গেছে। এ ছাড়া অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, চারমাথা এলাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে আগুন নেভানো হয়েছে। এ ছাড়া তেলিপুকুর এলাকায় আকিজ গ্রুপের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করা হচ্ছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ