জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে শুক্রবার বেলা ১১টায় জামায়েত-শিবিরের লোকজন চারটি গাড়িতে আগুন ও আরো ২০ থেকে ২২টি যানবাহন ভাঙচুর করে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল। ওই সময়ে শিবিরের লোকজন ট্রাফিক পুলিশের দুই সদস্যকে পিটিয়ে মারাত্মক আহত করে।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকাতে ছাত্রশিবিরের ব্যানারে বিপুল সংখ্যক লাঠিসোটা ও বাঁশ নিয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে সরকারের বিরুদ্ধে ও জামায়াত নেতাদের পক্ষে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা পঞ্চবটি মোড়ে সড়কে চলাচল করা তিনটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান থামিয়ে চালককে নামিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে তারা পেট্রলবোমা মেরে ওই চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন পঞ্চবটি মোড়ে যানজট সৃষ্টি হলে সেখানে আটকা পড়া আরো ২০ থেকে ২২টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে শিবিরের লোকজন ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
ওই সময়ে বাধা দিতে এলে ট্রাফিক পুলিশের এএসআই জাকির হোসেন ও কনস্টেবল রফিককে রাস্তায় পেলে পিটিয়ে আহত করে শিবিরের নেতাকর্মীরা। আহত দুই পুলিশ সদস্যকে খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, শিবিরের লোকজন ঝটিকা মিছিল করে ভাঙচুর চালায়। পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।