চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিজামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সপ্তাহের দ্বিতীয় দফা সকাল-সন্ধ্যা হরতাল ও দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসীল প্রত্যাখান, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮দলের ডাকা তৃতীয় দফা ১৩১ঘন্টা সড়ক-রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচীর বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও মহাসড়ক খনন করে ব্যারিকেড সৃষ্টি করে হরতাল ও অবরোধ কর্মসূচী পালন করে ১৮দলের নেতাকর্মীরা।
এর আগে রাত ১২টা ১মিনিটে ফাঁসির রায় কার্যকর হবে সংবাদ প্রচার হওয়ার পর শিবগঞ্জ, শাহাবাজপুর, সোনাসমজিদ, মুসলিমপুর, ধোবড়াসহ রাত সাড়ে ১১টার দিকে কানসাট গোপালনগর মোড়ে বিােভ মিছিল ও টায়ারে আগুন এবং বেশ কিছু ককটেল বিষ্ফোরিত হয়। এদিকে সকাল হতে না হতে-ই কানসাট মিলিক-গোপালনগর মোড়ে উত্তেজিত জমায়াত-শিবির কর্মীরা রাজপথে নেমে পড়ে এবং বিােভ মিছিল করে।
১৮দলের আরেকটি মিছিল দুপুর ১২টায় কানসাট মিলিক মোড় থেকে শুরু হয়ে গোপালনগর মোড় হয়ে বাজারের বিভিন্ন চত্ত্বর প্রদনি শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের সেফাউল মুল্ক, বাবুল হোসেন ও বিএনপি’র শহীদুল ইসলাম। এসময় বক্তারা অবিলম্বে কাদের মোল্লার ফাঁসির রায় বাতিল করে সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেবার দাবি জানান।
এছাড়া শিবগঞ্জের ছত্রাজিতপুর, রসুলপুর, ইসরাইল মোড়, মনাকষামোড়সহ চাঁপাই-সোনমসজিদ সড়কে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। পাশের অপেক্ষাকৃত শান্ত গোমস্তাপুরেও বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গাছ কেটে রাস্তা অবরোধ,বঙ্গবন্ধু পাঠাগারে আগুন সহ মুক্তিযোদ্ধাদের আহত করার মত নাশকতা সেখানে ঘটেছে।
সকাল ৯টার দিকে শিবগঞ্জ বাজারে মিছিল ও পথসভা করে জামায়াত-শিবির কর্মীরা। সেখানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি জাফর আলী, ছাত্রশিবির চাাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুদ রানা, জেলা শাখা সেক্রেটারি আবু বকর সিদ্দিক ।
হরতাল ও অবরোধে আন্তঃজেলা রূটসহ দুরপাল্লার কোন বাস-ট্রাক ছেড়ে যায়নি। কানসাট, শিবগঞ্জ, ছত্রাজিতপুর ও রানীহাটি বাজারের সকল দোকান,ব্যবসাকেন্দ্র বন্ধ ছিল। সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানী ও লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কোন কার্যক্রম না থাকলেও কাস্টমস অফিস খোলা ছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে গুরূত্বপূর্ণ স্থানে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছে।