Home / জেলার খবর / বান্দরবানে জমজমাট যৌন ব্যবসা: পতিতাসহ ম্যানেজার আটক

বান্দরবানে জমজমাট যৌন ব্যবসা: পতিতাসহ ম্যানেজার আটক

জেলার একটি আবাসিক হোটেলে জমজমাট যৌন ব্যবসার সন্ধান পাওয়া গেছে। ওই হোটেল থেকে পতিতাসহ ম্যানেজারকে আটক করা হয়েছে। লোহাগাড়ায় অবস্থিত ওই হোটেলটির নাম অতিথি। অসামাজিক কার্যকলাপে কারণে হোটেলটিকে সিলগালা করে দেয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টার সময় বান্দরবান নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসেনের নেতৃত্বে বান্দরবান বাজার চৌধুরী মার্কেট সংলগ্ন ঝুমুর মার্কেট ২য় তলায় অবস্থিত হোটেল অতিথিতে অভিযান চালিয়ে এর ম্যানাজার নজির হোসেন (২৮) তানিয়া আক্তারকে (১৬) আটক করেছে। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নজির হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও তানিয়াকে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ