হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের মুকিত মিয়ার সঙ্গে একই গ্রামের ছালেক মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সোমবার দুপুরে দু’প দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
