Home / জেলার খবর / এনায়েতপুর আওয়ামী লীগের গণপদত্যাগপত্র প্রত্যাহার

এনায়েতপুর আওয়ামী লীগের গণপদত্যাগপত্র প্রত্যাহার

শুক্রবার সকালে সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি’র আহ্বানে সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত বেলকুচি, চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী তাদের গণপদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। সকালে সাবেক মন্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগ অফিসে এ আহ্বান জানিয়ে পূর্বের মত বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার জন্য কাজ করার নির্দেশ দেন। সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আগামী নির্বাচনে মনোনয়ন না দেয়ায় ২৯ নভেম্বর রাতে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তার নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতা-কর্মীরা গণহারে পদত্যাগের ঘোষণা দেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ