জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের একটি বাড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ওষুধের কারখানা থেকে প্রাণনাশক, যৌন উত্তেজক ও বিভিন্ন ভিটামিনসহ ২২ ধরনের নকল ওষুধ এবং মেশিনসহ তিনজনকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গতকাল শনিবার সকালে হাউজিং এস্টেটের জান্নাত ভবনে পুলিশ অভিযান চালিয়ে এক পিকআপ নকল ওষুধ জব্দ ও জড়িতদের গ্রেফতার করে। তারা হলেন, ওষুধ কারখানার পরিচালক লক্ষ্মীপুর জেলার আক্তার হোসেন (৩৫) তার সহোদর সিনিয়র এরিয়া ম্যানেজার মাহবুবুল আলম (৪০) ও প্রহরী মো. জহির উদ্দিন (৩০)। এসপি আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত ও আরো কয়েকজন মিলে দীর্ঘদিন থেকে জেলা শহরের এ নকল ওষুধ কারখানায় ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
