Home / জেলার খবর / নোয়াখালীতে নকল ওষুধসহতিনজন গ্রেফতার

নোয়াখালীতে নকল ওষুধসহতিনজন গ্রেফতার

জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের একটি বাড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ওষুধের কারখানা থেকে প্রাণনাশক, যৌন উত্তেজক ও বিভিন্ন ভিটামিনসহ ২২ ধরনের নকল ওষুধ এবং মেশিনসহ তিনজনকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গতকাল শনিবার সকালে হাউজিং এস্টেটের জান্নাত ভবনে পুলিশ অভিযান চালিয়ে এক পিকআপ নকল ওষুধ জব্দ ও জড়িতদের গ্রেফতার করে। তারা হলেন, ওষুধ কারখানার পরিচালক লক্ষ্মীপুর জেলার আক্তার হোসেন (৩৫) তার সহোদর সিনিয়র এরিয়া ম্যানেজার মাহবুবুল আলম (৪০) ও প্রহরী মো. জহির উদ্দিন (৩০)। এসপি আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত ও আরো কয়েকজন মিলে দীর্ঘদিন থেকে জেলা শহরের এ নকল ওষুধ কারখানায় ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ