Home / জেলার খবর / কুমিল্লায় ১১ মাসে ১৩২ খুন

কুমিল্লায় ১১ মাসে ১৩২ খুন

kumillaচলতি বছরের গত ১১ মাসে কুমিল্লায় ১৩২টি খুনের ঘটনা ঘটেছে। উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা। গত ১১ মাসে বিভিন্নভাবে নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে ৭৮২টি। অন্যান্য অপরাধ প্রবণতায় মামলার সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জেলার ১৬ থানায় বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৫ হাজার ৭৭২টি। জেলা পুলিশ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পেশকৃত তথ্য থেকে অপরাধের এ পরিসংখ্যান পাওয়া গেলেও থানায় রেকর্ডকৃত তথ্যের বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে, যা পুলিশের পরিসংখ্যানে নেই। থানায় রেকর্ডকৃত তথ্যে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে জেলার ১৬ উপজেলার মধ্যে ৬ উপজেলায় খুনের ঘটনা ঘটে ১৩টি। এ মাসে ধর্ষণ ও বিভিন্নভাবে নারী-শিশু নির্যাতনের ঘটনায় ১৩ থানায় মামলা হয়েছে ৪৫টি, এ মাসে ১৬ উপজেলায় বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে মোট ৪৪০টি। ফেব্রুয়ারি মাসে জেলার ৭ উপজেলায় খুনের ঘটনা ১০টি ও নারী নির্যাতনের ঘটনায় ১৪ উপজেলায় মামলা হয়েছে ৫৬টি। এ মাসে জেলায় মোট মামলা হয়েছে ৪৫৬টি। মার্চে ৭ উপজেলায় খুন ১১টি এবং জেলায় নারী নির্যাতনের মামলা হয়েছে ৭২টি। এপ্রিলে ৬ উপজেলায় ১৩টি খুন এবং ১০টি ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৮৮টি। এ মাসে জেলায় বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৫৩৫টি। মে মাসে ৭ উপজেলায় ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এ মাসে ১৩টি ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৭৪টি। মে মাসে জেলায় বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৫৫৯টি। জুন মাসে বিভিন্ন উপজেলায় খুনের ঘটনা ঘটেছে ১০টি, ৮টি ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৯২টি। ১৬ উপজেলায় এ মাসে বিভিন্ন অপরাধে মামলা দায়ের হয়েছে ৬০৫টি। জুলাই মাসে ৯ উপজেলায় খুনের ঘটনা ঘটেছে ১৫টি, ১৮টি ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৭৭টি। এ মাসে জেলায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৬০২টি। এ মাসে রাজনৈতিক সহিসংতার কারণে পুলিশ আক্রান্তের ঘটনায় ৫ থানায় মামলা হয়েছে ১১টি। আগস্টে খুন হয়েছে ১৫টি, নারী ও শিশু নির্যাতন ৭২টিসহ বিভিন্ন ঘটনায় থানায় মামলা হয়েছে ৫৯৫টি। সেপ্টেম্বর মাসে খুনের ঘটনা ৯টি, নারী ও শিশু নির্যাতন ৭৫টি এবং সর্বসাকুল্যে মামলা হয়েছে ৫১৭টি। অক্টোবর মাসে খুন হয়েছে ৯টি। ৭টি ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৬১টি। এ মাসে বিভিন্ন ঘটনায় মামলায় ৪৯২টি। নভেম্বর মাসে খুনের ঘটনা ঘটেছে ১৪টি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ