দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের স্থগিত হওয়া নির্বাচন ঠেকাতে ১৬ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ১৮ দলীয় জোট।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গাবতলী উপজেলা ১৮ দলীয় জোটের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বগুড়া-৭ আসনসহ দেশের মোট ৮টি স্থগিত আসনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে বগুড়া-৭ আসনের ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৬টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে জেলা রিটার্নিং অফিসার।