সাতক্ষীরায় এক নারীসহ জামায়াতের ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কলারোয়া ও দেবহাটায় বিভিন্ন সময়ে সৃষ্ট নাশকতার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অভিযোগে কলারোয়ার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই জামায়াতের কর্মী এবং অনেকেই বিভিন্ন মামলার আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন- এন্তাজ আলী, আব্দুর রাজ্জাক, শামিরুল ইসলাম, মিলন, নুরুজ্জামান, মমিন, আসগার আলী, ফৌরদোসী বেগম, আসাদুজ্জামান ও আবুল কাসেম।
এদিকে, দেবহাটা পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী ষড়যন্ত্রসহ নাশকতা সৃষ্টির অভিযোগে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি ওসি।