Home / জেলার খবর / লক্ষ্মীপুরে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা

লক্ষ্মীপুরে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে লক্ষ্মীপুরে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে শহরের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা আলিয়া মাদ্রাসা এলাকায় একটি, মিয়ার রাস্তার মাথায় দুটি ও বিসিক এলাকায় আরও দুটি অটোরিকশা ভাঙচুর করে।

এদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল দেখা গেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ