বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে লক্ষ্মীপুরে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে শহরের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা আলিয়া মাদ্রাসা এলাকায় একটি, মিয়ার রাস্তার মাথায় দুটি ও বিসিক এলাকায় আরও দুটি অটোরিকশা ভাঙচুর করে।
এদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল দেখা গেছে।