খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নব রঞ্জন ত্রিপুরাকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে পানছড়ির দূর্গম লোগাং ইউনিয়নের বিদ্যামোহন কার্বারী পাড়ায় নিজ বাড়ির পাশে সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যু হয়।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া অভিযোগ করেন, এবারের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় ইউপিডিএফ তাকে হত্যা করেছে। তবে ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।