দিনাজপুরের পার্বতীপুর উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াতের হামলায় আবদুল ওয়াহেদ নামে আনসারের এক পিসি নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সাইদুর রহমান জানান, সকালে ১৮ দলের নেতাকর্মীরা এই কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা পিটিয়ে আনসার আবদুল ওয়াহেদকে হত্যা করে। এছাড়া এসময় তাদের হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার সুবল চন্দ্রসহ অন্তত আটজন আহত হন। একপর্যায়ে প্রিজাইডিং অফিসারসহ ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
উপজেলা আনসার ভিডিবির কর্মকর্তা আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।