নীলফামারী জেলার ডিমলা উপজেলার একটি ভোট কেন্দ্রে নির্বাচনী মালপত্র লুট করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত ২টার দিকে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ব্যাপারীতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর খালিশা ছোটখাতা ফাজিল মাদ্রাসার প্রভাষক।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গভীররাতে জামায়াত-শিবির কর্মীরা এই ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচনী উপকরণ লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘ্র্ষ বেধে যায়। এসময় গুলিতে জামায়াতের ওই কর্মী মারা যান।