ফেনীতে সোনাগাজীতে ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী ছিনতাই করে পানিতে ফেলে দিয়েছে নির্বাচন বিরোধীরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর পশ্চিম চরদরবেশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সোনাগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস চন্দ্র পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ যৌথবাহিনীর সদস্যরা এলে তারা পালিয়ে যায়।