Home / জেলার খবর / প্রিজাইডিং অফিসারের মৃত্যুতে ইসি’র শোক

প্রিজাইডিং অফিসারের মৃত্যুতে ইসি’র শোক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫৮ নম্বর চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশারের (৪৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শনিবার মহেশপুর উপজেলা সদর থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি নির্বাচন সংক্রান্ত চলমান দায়িত্ব পালন শেষে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ