যশোরের মনিরামপুর উপজেলার সমসকাটি গ্রামে পুলিশের একটি মাইক্রোবাসে আজ শনিবার রাতে পেট্রলবোমা হামলায় পুলিশ ও আনসারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটার দিকে পুলিশ ও আনসার সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস যশোর থেকে মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের সমসকাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি সমসকাটি গ্রামে পৌঁছালে আকস্মিকভাবে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশের মাইক্রোবাসটি থেমে গেলে গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে হামলাকারীরা। এতে মাইক্রোবাসে আগুন লাগলে পুলিশের তিন সদস্য ও আনসারের এক সদস্য দগ্ধ হন। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন বলেন, নির্বাচনের বিরোধীরা পুলিশের টহল গাড়িতে হামলা চালাতে পারে। আহত ব্যক্তিদের অবস্থা কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।