চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সরঞ্জাম দু’টি ইউনিয়নে ভোটকেন্দ্রে নিয়ে যাবার পথে সরঞ্জামবোঝাই দু’টি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ছদাহা ও এওচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
এসময় পিকআপ দু’টিতে পুলিশ প্রহরা থাকলেও দুর্বৃত্তদের আক্রমণের পর পুলিশ সদস্যরা পিছু হটে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, নির্বাচনী সরঞ্জামবোঝাই দু’টি ছোট ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের লোকজন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে কি কি ছিল সেটা আমরা খতিয়ে দেখছি।
তবে ঘটনার পর উভয় এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এবং পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং টিম টহল দিচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।