রংপুরে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জেলার পীরগাছা উপজেলার দামুর চাকলা দেওয়ান সালেহ দাখিল মাদ্রাসার ৯২ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তারা প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের মারধর করে। এতে আহত হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
দেওয়ান সালেহ মাদ্রাসার ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদ আলী জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ওই মাদ্রাসায় ভোট গ্রহণের কাগজপত্র লিখছিলেন। এ সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে ঢুকে আনসার সদস্যদের মারপিট করে। পরে তারা প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে তাকেও মারপিট করে এবং সব ব্যালট বাক্স ও পেপার ছিনিয়ে নেয়।
আহতরা ব্যক্তিরা হলেন প্রিসাইডিং কর্মকর্তা আসাদ আলী, আনসার সদস্য রফিকুল ইসলাম ও মাসুদ রানা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।