Home / জেলার খবর / ফেনীতে হরতাল ডেকে মাঠে নেই ১৮ দল

ফেনীতে হরতাল ডেকে মাঠে নেই ১৮ দল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে করে রাখা, দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও ৫ তারিখের জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবীতে ফেনীতে ১৮ দলের ডাকা হরতাল চলছে। তবে হরতাল ডেকে মাঠে নেই স্থানীয় বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা।

স্থানীয় ১৮ দলের হরতাল ও দেশব্যাপী অবরোধের মধ্যেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে কিছু সংখ্যক কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল করছে। শহরের কোথায়ও বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা যায়নি ১৮ দলের কোন নেতাকর্মীকে। তবে মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাসদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ