লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছায়েদুর রহমান ভুট্টুর সাতটি দোকানে আগুন দিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর রাতে মজুচৌধূরী হাট সড়কের শাকচর কাচারীবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে মোঃ রুবেল হোসেন নামে এক ভাড়াটে দোকানী আহত হন।
বিএনপি নেতার বাবা লুৎফুর রহমান চৌধুরী ও এলাকাবাসী জানায়, ভোর রাতে একদল দুর্বৃত্ত কাচারি বাড়ি এলাকায় বিএনপির ওই নেতার সাতটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনে দোকানপাট পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
লক্ষ্মীপুর ফায়ার বিগ্রেড কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর বলা যাবে।