জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় তাদের আটক করা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা নতুন জানান, জামায়াত-শিবির কর্মী সন্দেহে সকাল ১০ টার দিকে তাদের জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান. আটতকৃতরা প্রেস ক্লাবের ভেতর একটি কনফারেন্স শেষে ক্লাবের বাইরে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশের বাধা না মেনে মিছিলের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ প্রেস ক্লাবের প্রধান ফটক থেকে চারজন ও আরেকটি ফটক থেকে তিনজনকে আটক করে।
