১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে বেপরোয়া ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গায় লাঠিসোটা নিয়ে মিছিল করেছেন তারা। হামলা করেছেন বিএনপিপন্থী আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও কর্মীদের ওপর। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর ভূমিকা নেয়নি।
সুপ্রিম কোর্টের বিক্ষোভরত বিএনপিপন্থী আইনজীবীদের ওপর রোববার বেলা সোয়া তিনটার দিকে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। সুপ্রিম কোর্টের প্রধান ফটকটি খুলে লাঠিসোটা হাতে ভেতরে ঢুকে বিক্ষোভরত আইনজীবীদের ধাওয়া করেন। এসময় কয়েকজনকে পিটিয়ে আহত করেছেন তারা।
প্রেসক্লাবে বিএনপিপন্থী সাংবাদিক-কর্মীদের উপরেও হয়েছে একই হামলা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল হাইকোর্টের সামনে অবস্থান করলে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের ধাওয়া করেন।
রাজধানীতে আওয়ামী লীগের অবস্থানের কিছু ছবি তুলে ধরা হলো।











