বিরোধীদলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সামনে রেখে ঢাকায় ঢুকতে মানুষ, যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রবেশপথ কাঁচপুর, শনিরআখড়া, পোস্তগোলা ব্রিজ, আব্দুল্লাহপুর এলাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এসব স্থানে কাউকে সন্দেহ হলেই পুলিশ আটক করছে অথবা গাড়ি ফেরত যেতে বাধ্য করছে। বাদ পড়ছে না মিডিয়ার গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা মোটরসাইকেলও। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করা হচ্ছে।