মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
শনিবার রাতে বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মোটরসাইকেলে চালকের সঙ্গে অন্য আরোহী চড়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড (পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি) চালিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত করছে।
তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-৮৮ অনুসারে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শনিবার রাতে বিআরটিএ এ আদেশ জারি করেছে বলে নিশ্চিত করেছেন যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।