যেকোনো মূল্যে রোববার ১৮দলের ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে চান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে খালেদার গুলশান বাসভবন থেকে বেরিয়ে বিনপিপন্থি সাংবাদিক নেতারা সাংবাদিকেদের এ কথা জানান।
সাংবাদিক নেতারা জানান, খালেদা জিয়া তার উঠিয়ে নেওয়া প্রটোকল বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি রোববারের গণজমায়েতে যেন যেতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া রোববারের গণজমায়েত শান্তিপূর্ণ হবে বলেও সাংবাদিক নেতাদের জানান বিএনপি চেয়ারপারসন
১০টা ১৫ মিনিটে তারা খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন।
দলে ছিলেন সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ৮ সাংবাদিক নেতা।