Home / খেলা / ক্যালিসের বিদায়ী টেস্ট

ক্যালিসের বিদায়ী টেস্ট

kallisদক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ঘোষণা দিয়েছেন ডারবান টেস্টের পরই অবসরে যাচ্ছেন তিনি। ক্রিকেট মাঠে সাদা পোশাকে আর তাকে দেখা যাবে না। তাই আজ থেকে শুরু হতে যাওয়া ডারবান টেস্ট মহাগুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রোটিয়াদের কাছে। যদিও সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচটিকে ‘পাখির চোখ’ হিসেবে ধরে নিয়েছে দুই দলই। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচটিকে ধরে নিয়েছেন ‘ডু অর ডাই’ হিসেবে।

জোহানেসবার্গ টেস্টে নাটকীয় ড্র-র পর ধোনি অনেক বেশি সতর্ক। শেষ দিকে ম্যাচের ভাগ্য যে ক্ষণে ক্ষণে পাল্টে গেছে। কিন্তু শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার গ্রিপে যাওয়া ম্যাচটা ড্র হয়ে তো ধোনির প্রজ্ঞার কারণেই। ঘন ঘন বোলার পরিবর্তন করে তিনি প্রোটিয়া ব্যাটসম্যানদের দিশেহারা করে দিয়েছিলেন। এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি। খেলা দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে হলেও এ ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। তবে এসব ভবিষ্যদ্বাণী নিয়ে মোটেও ভাবছেন না প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি বরং ম্যাচটি জিতে তা উৎসর্গ করতে চান কিংবদন্তি তারকা জ্যাক ক্যালিসকে। এদিকে নিজের বিদায়ী ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত জ্যাক ক্যালিস। যেভাবেই হোক জয় চান তিনি। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিটি মুহূর্ত আমি অনেক উপভোগ করেছি।’ দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৫ ম্যাচে ১৩,১৭৪ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ২৯২ উইকেট। ক্যালিসের টার্গেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ। ওয়ানডেতে বেশি বেশি মনোযোগ দেওয়ার জন্যই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালেন ক্যালিস। কিংবদন্তি এই তারকার বিদায় প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে বলে, ‘দক্ষিণ আফ্রিকা দলে জ্যাক ক্যালিসের অবদান অপরিসীম। তার অভাব অপূরণীয়। তিনি শুধুমাত্র একজন ক্রিকেটারই ছিলেন না, মানবীয় গুনের কারণেও তিনি সবার প্রিয়পাত্র ছিলেন। ক্যালিসকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সব সময় স্মরণ করবে। তার লক্ষ্য ২০১৫ সালের বিশ্বকাপ। আমাদের বিশ্বাস, ক্যালিস তার টার্গেটে সফল হবেন। তারপরের জন্যও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রইল শুভ কামনা।’

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ