Home / জাতীয় / বৃহস্পতিবার সারাদেশে ১৮ দলীয় জোটের প্রতিবাদ বিক্ষোভ
প্রথম দিনে ৫২৩ নেতাকর্মী আহত হওয়ার দাবি বিএনপির

বৃহস্পতিবার সারাদেশে ১৮ দলীয় জোটের প্রতিবাদ বিক্ষোভ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সময় দলীয় নেতাকর্মী নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সময় সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বেপরোয়া তাণ্ডবে দেশব্যাপী গণআন্দোলনকারী ১৮ দলীয় জোটের যেসব নেতাকর্মী নিহত, আহত, গ্রেফতার হয়েছেন এবং যাদের বাড়িঘর-সহায় সম্পদ ধ্বংসকরে দেওয়া হয়েছে সেসব ঘটনার প্রতিবাদে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী থানা, উপজেলা, জেলা এবং মহানগর গুলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ