Home / জাতীয় / স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছে বিএনপি
প্রথম দিনে ৫২৩ নেতাকর্মী আহত হওয়ার দাবি বিএনপির

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছে বিএনপি।

বুধবার বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারের কাছে চিঠি পাঠানো হবে।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে বিয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এ কর্মসূচি ঘোষণা করেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ