বিরোধী জোটের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলা মোটরে পুলিশের একটি বাসে আগুন ধরানো হলে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার এসআই হারুনুর রশীদ বলেন, বাসে তিন পুলিশ সদস্য ছিলেন, এর মধ্যে একজন পুড়ে মারা যান, আহত হন অন্য দুজন।
নিজত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার নাম সাইদুল ইসলাম।
কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।