Home / জাতীয় / শেষ হলো ১৮ দলের ৮৩ ঘণ্টার অবরোধ

শেষ হলো ১৮ দলের ৮৩ ঘণ্টার অবরোধ

বড় ধরনের কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টা অবরোধ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া পঞ্চম দফার এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হয়।

ঘোষিত তফসিল বাতিলসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের এ কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় ১৮ দলের চতুর্থ দফার অবরোধ শেষ হয়। ২৫ নভেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এ পর্যন্ত চার দফায় ১৯ দিন অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল।

পঞ্চম দফার এ অবরোধের প্রথম তিন দিনে দেশজুড়ে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও সড়ক কেটে যোগোযোগ বিচ্ছিন্ন, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলা করে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ