বড় ধরনের কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টা অবরোধ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া পঞ্চম দফার এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হয়।
ঘোষিত তফসিল বাতিলসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের এ কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় ১৮ দলের চতুর্থ দফার অবরোধ শেষ হয়। ২৫ নভেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এ পর্যন্ত চার দফায় ১৯ দিন অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল।
পঞ্চম দফার এ অবরোধের প্রথম তিন দিনে দেশজুড়ে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও সড়ক কেটে যোগোযোগ বিচ্ছিন্ন, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলা করে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা।