Home / জাতীয় / বাংলাদেশের পানিসীমায় মাছ শিকারের অভিযোগ নৌবাহিনীর হাতে আটক ২৯ ভারতীয় জেলে কারাগারে

বাংলাদেশের পানিসীমায় মাছ শিকারের অভিযোগ নৌবাহিনীর হাতে আটক ২৯ ভারতীয় জেলে কারাগারে

বাংলাদেশের পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত শুক্রবার রাতে মংলা বন্দরের ৭০ নটিক্যাল মাইল দূরে মাছ ধরার সময় ওইসব ভারতীয় জেলেকে আটক করা হয়। এর আগে ২০১২ সালের ৪ নভেম্বর অনুরূপভাবে বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হলেও ভারতীয় দূতাবাসের মধ্যস্থতায় সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তড়িঘড়ি করে তাদের ছেড়ে দেয়া হয় ।

জানা গেছে, বাগেরহাটের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মত্স্য আহরণের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ ২৯ ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হয়। পরে তাদেরশুক্রবার মধ্যরাতে মংলা থানায় সোপর্দের পর গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আটকদের মধ্যে রয়েছে তপন দাস (৩০), জ্যোতিষ দাস (৪০), রিটন দাস (২৩), ধনা দাস (৩০), অবদবিশ্বাস (৩০), চিত্তরঞ্জন দাস (৩০), অভিজিত্ দাস (২৩),অনিল দাস (২০), আকাশ দাস (২৫), রুপম দাস (২৫), মরণ দাস(২৭), অভিজিত্ (৪০), দুলাল দাস (৪২), মোহন কৃষ্ণ (২৬), অভিরঞ্জন দাস (৩৭), যজ্ঞ দাস (৪৭), বনমালি দাস (৫৪), ছোটন দাস (১৮), মৃত্যুঞ্জয় দাস (৩৪), গঙ্গাধর দাস (৪২),হাকিম আলী ওরফে বাবলু (৫৫), সেন্টু মণ্ডল (৩৬), নিরঞ্জন দাস (২০), সেন্টু দাস (২০), প্রকাশ দাস (২৫), মনোরঞ্জন দাস (৩৬), রূপম দাস (৩৬), লাল মোহন দাস (৪০) ও ধ্রুব দাস (১৮)। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মংলা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ পানিসীমায় বাগেরহাটের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে দুটি দ্রুতগতিসম্পন্ন ফিশিং ট্রলারসহ ২৯ ভারতীয় জেলে মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে দুটি ট্রলারসহ আটকত ভারতীয় জেলেদের রাত ১১টায় মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নৌবাহিনীর পিও এম জাকির হোসেন বাদী হয়ে অবৈধভাবে পানিসীমায় অনুপ্রবেশের অভিযোগে মংলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ