সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ না থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ।
রোববার কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা এক চিঠিতে নির্বাচন কমিশনকে একথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
কমনওয়েলথ থেকে চিঠিতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় কমনওয়েলথ এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন না।
এর আগে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নও পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।