Home / নির্বাচন / পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও

পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও

সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ না থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ।

রোববার কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা এক চিঠিতে নির্বাচন কমিশনকে একথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

কমনওয়েলথ থেকে চিঠিতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় কমনওয়েলথ এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন না।

এর আগে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নও পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ