তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রোববার সকালে এই চার্জশিট দেওয়া হয়। সিআইডির পরিদর্শক মহসিনুজ্জামান এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে দেলোয়ার হোসেনের স্ত্রী মাহমুদা আক্তারকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নি দুর্ঘটনার এক বছর ১ মাস পর এ চার্জশিট দাখিল করা হলো। এ ঘটনায় ১১১ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান।