সিরাজগঞ্জে জেলা মহিলা জামায়াতের সভানেত্রীসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা মহল্লার মরিয়ম বেগম (৫৩), পৌর এলাকার এসএস রোডের আব্দুল আওয়ালের মেয়ে জেলা রোকন সানজিদা বিনতে আনোয়ার (৩০), একই মহল্লার জামায়াত নেতা ডা. আব্দুস সালাম ও কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার নীলা খাতুন (২৫)।
সিরাজগঞ্জ র্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক পাল বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে জেলা মহিলা জামায়াতের রোকন সানজিদা বিনতে আনোয়ার ও জামায়াত নেতা ডা. আব্দুস সালামকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শহরের বাহিরগোলা থেকে জেলা জামায়াতের সভানেত্রী মরিয়ম বেগম ও নীলা খাতুনকে আটক করা হয়।
তাদের সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর কাছে হস্তান্তর করা হয়েছে।